কুমিল্লা গোমতী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শনিবার বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের অরণ্যপুর গ্রাম সংলগ্ন গোমতী নদী হতে বালু উত্তোলনের সময় ওই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী ওই জরিমানা আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, জনস্বার্থে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। গোমতী নদী থেকে মাটি ও বালু উত্তোলনে সুযোগ্য জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জিরো টলারেন্সে রয়েছেন।