গোস্ত ব্যবসায়ীর খামার থেকে চোরাই গাভী উদ্ধার, ছয়জনের নামে মামলা, কিশোর সহ গ্রেফতার দুই

সোনাগাজী প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে গোস্ত ব্যবসায়ী কামাল উদ্দিনের খামার থেকে বুধবার সন্ধ্যায় ৫৫ হাজার টাকা মূল্যের একটি চোরাই গাভী উদ্ধার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত গরুর মালিক শফি উল্যাহ বাদী হয়ে ছয়জনের নামে মামলা দায়ের করেছেন। এক কিশোর ও কসাই সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সোনাগাজী পৌর এলাকার তুলাতলী গ্রামের আবুল কাশেমের ছেলে, সোনাগাজী বাজারের গোস্ত ব্যবসায়ী কামাল উদ্দিন (৩৬) ও চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মৃত মো. ইসমাইলের ছেলে ইমরান হোসেন মারুফ (১৬)। মামলার অপরাপর আসামিরা হলেন, চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের সিদ্দিক আহমদের ছেলে হেলাল উদ্দিন, চরগণেশ গ্রামের পান্ডব বাড়ির মোজাম্মেল হোসেন ও অজ্ঞাতনামা ১-২জন।

পুলিশ, ক্ষতিগ্রস্ত গরুর মালিক ও এলাকাবাসী জানায়, চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া লন্ডনী পাড়া গ্রামের মো. শফি উল্যাহ প্রতিদিনের ন্যায় তার মালিকীয় একটি গাভী তার বাড়ির উত্তর পাশে খালি জমিতে বিচরণের জন্য বুধবার সকালে রশি দিয়ে বেধে রেখে যান। দুপুর আড়াইটার দিকে খোঁজাখুজির পর যথাস্থানে গরুটি না পেয়ে বিকালের দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন আসামিরা রাতে জবাই করার জন্য পিকআপযোগে গোস্ত ব্যবসায়ী কামাল উদ্দিনের খামারে নিয়ে গেছেন। সেখানে গিয়ে তিনি তার গরুটি শনাক্ত করেন। বৃহস্পতিবার সকালে তিনি বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাবেদ হোসাইন মামুন

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ