টাঙ্গাইলের ঘাটাইলে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম হালিমা (২৬)। তিনি সন্ধানপুর ইউনিয়নের চিরিঙ্গি বাইদ এলাকার ছানোয়ার হোসেনের স্ত্রী। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের দেবর রানা মিয়ার ঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ হালিমার লাশ দেবর রানার বারান্দায় ঝুলে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24