জীবনে একটি টাকাও ঘুষ নিয়েছি কেউ প্রমান দিতে পারলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে জয়পুরহাটের সাবেক পৌর মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ১ আসনের (কাচি মার্ক)"র স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা।
সোমবার (১ লা জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এক নির্বাচনী পথসভায় হাজারো জনতার সামনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পৌর কাউন্সিলর হায়দার আলী পলাশ, শাহেদুল আহসান সোহেল ও আওয়ামী লীগ নেতা মাহবুব আলম মিলনসহ অনেকে।
তিনি আরো বলেন, আমার ব্যাপক জনপ্রিয়তায় তারা ঈশ্বর্নিত হয়ে আমার নামে দুর্নাম রটাচ্ছে তারা। আমি আমার জীবনে কোন দুর্নীতি করিনি কেউ কোনদিন প্রমাণ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম।
এ সরকার ব্যাপক উন্নয়ন করলেও জয়পুরহাটে ১আসনে বর্তমান সংসদ সদস্য দৃশ্যমান কোন উন্নয়ন করেননি, জয়পুরহাট পৌর এলাকায় কোন কাজ হয়নি।
আমাকে কাচি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে জয়পুরহাট ১ আসনের সব ধরনের সুবিধা এবং সারাক্ষণ জনগণের পাশে রবো।
নির্বাচিত হলে, জেলা শহরে একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দৃশ্যমান কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এফআর/অননিউজ