ঘূর্ণিঝড় রিমালের কারণে আরও তিন উপজেলা নির্বাচন স্থগিত
অনলাইন ডেস্ক।।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির কারণে আরো তিন উপজেলা নির্বাচন স্থগিত সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮মে) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানিয়েছেন৷
তিনি বলেন, রিমালের প্রভাবের কারণে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া, ও নেত্রকোনা খায়লিয়াজুরি উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। এখনো চিঠি হয়নি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ও বিদ্যুৎ না থাকায় এই সিদ্ধান্ত হয়েছে।
রিমালে ক্ষয়ক্ষতির কারণে সোমবার(২৭মে) ১৯ উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি।
বুধবার (২৯ মে) ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24