বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরীর সম্পর্ক বেশ পুরনো। কাজের ব্যস্ততায় দুই তারকার তেমন দেখা-সাক্ষাৎ না হলেও সম্পর্কে ভাটা পড়েনি। অল্প সময়েই আড্ডা জমে তাদের। বেশ কয়েক বছর পর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা হয়েছিল চঞ্চল-মাশরাফীর। দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরেন তারা।
সেদিন বিমানবন্দরে দুজনের কী কথা হলো, সে প্রসঙ্গে চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘দেখা হতেই দুজনই ভাই আমার বলে জড়িয়ে ধরলাম। কুশল বিনিময় করলাম। আমাদের কাছে দুজনের পুরনো নম্বর ছিল, নতুন নম্বর বিনিময় করলাম।’
মাশরাফী প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘মাশরাফী যখন খেলতে শুরু করে, সে সময় থেকেই আমাদের পরিচয়। সেই সম্পর্ক এখনও আছে। মাশরাফী একটুও বদলায়নি। এখনও আগের মতো মিশুক, অমায়িক আর প্রাণবন্ত।’
তিনি যোগ করেন, ‘খেলোয়াড়ের পাশাপাশি মাশরাফী দেশের একজন জনপ্রতিনিধি। অথচ, তার সঙ্গে কথা বললে মনে হয়, পাশের বাড়ির ছেলের সঙ্গে কথা বলছি। যার মধ্যে কোনো অহংকার নেই। তার এই মিশুক স্বভাব, সাধারণভাবে কথা বলা, ক্রিকেটে অবদান, দেশের মানুষের জন্য ভালোবাসা— এসব বারবার আমাকে মুগ্ধ করে।’
অন্যদিকে মাশরাফীও নাকি চঞ্চলের কাজ নিয়ে ভালোই খোঁজখবর রাখেন। তার অভিনীত নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সম্পর্কে জানেন।
চঞ্চল চৌধুরী বলেন, ‘যতবারই দেখা হোক, মাশরাফী আমার নাটকের সংলাপ বলবেই। আমার আগের গ্রামীণ নাটকগুলোর দারুণ ভক্ত সে। মাশরাফীর বাড়ি যশোর অঞ্চলে হওয়ায় সে আমাদের আঞ্চলিক ভাষা ভালোভাবে বুঝতে ও বলতে পারে। আমাদের কাজগুলো তাকে বিনোদন দেয়, এটা শুনে বেশ ভালো লাগে।’
শান্ত/অননিউজ