কোটা সংস্কারের দাবিতে আজ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে পুলিশ টিয়ারশেল ছুড়ছে আর অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুঁড়ে। এছাড়া অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকা ল পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন সিএমপির অতিরিক্ত কমিশনার মান্নান মিয়া।
আটক ওই ছাত্রের নাম নাজমুল হাসান (২৫)। তিনি সরকারি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
সিএমপির এডিসি আশরাফুল করিম বলেন, নতুন ব্রিজ একজনকে আটক করা হয়েছে। প্রচুর পরিমাণ বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কন্ট্রোল গাড়ি এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।
প্রসঙ্গত, চলমান কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে সারাদেশে আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24