চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভেসে আসা রাহাত খান (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাহাত বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে স্কুলে গিয়েছিল রাহাত। ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি। সকালে হামিদচর এলাকায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার স্টেশনে জানায়। ফায়ার কর্মীরা গিয়ে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। বিষয়টা তদন্তাধীন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪