চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৩৬, চিকুনগুনিয়ায় ৩৪

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের শরীরে ডেঙ্গু এবং ৩৪ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০ জন করে শিশু ও নারী, ১৬ জন পুরুষ। চিকুনগুনিয়া আক্রান্তদের মধ্যে একজন শিশু ও ১৩ জন নারী আর পুরুষ ২০ জন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৭ জন। শিশু আক্রান্ত হয়েছে ৩৪৬, নারী ৬১৭ এবং পুরুষ এক হাজার ৬৪ জন। আক্রান্তদের মধ্যে ৯৫২ জন জেলার ১৫টি উপজেলায় বাকিরা নগরের বাসিন্দা। ডেঙ্গুতে জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৭ জন।

তাদের মধ্যে দুজন শিশু, পাঁচজন নারী আর পুরুষ ১০ জন।

একই সময়ে চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩১৩ জন। তাদের মধ্যে শিশু ২৩৩, নারী এক হাজার ৩১৯ এবং পুরুষ এক হাজার ৭৬১ জন। তবে চিকুনগুনিয়ায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে করোনা শনাক্ত হলো ২২৭ জনের শরীরে। তাদের মধ্যে করোনায় মারা গেছে ১১ জন।

সূত্র:kaler kantho
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ