চলন্ত ট্রেন থেকে একটি বগি বিচ্ছিন্ন হয়ে এক ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। ঢাকা থেকে জামালপুরগামী ৭০৭ তিস্তা এক্সপ্রেস ট্রেনের কোচের সংযোগ ছিড়ে পিছনের একটি কোচ আলাদা হয়ে যায়। শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই পিছনের একটি কোচের সংযোগ ছিড়ে আলাদা হয়ে যায়।
বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় কোচটি উদ্ধার করে রেলওয়ে স্টেশনে আসে। পরে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন ছাড়ে।
এ ঘটনায় হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল বলেও জানান রেলওয়ে থানার এ কর্মকর্তা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com