খাগড়াছড়ি প্রতিনিধি।।
চলমান রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং অসহযোগিতার অভিযোগে খাগড়াছড়ি গুইমারা উপজেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। একই সঙ্গে কার্যক্রম গ্রহণযোগ্য ও সন্তোষজনক হলে স্বপদে পুনরায় বহাল করা হবে বলেও জানানো হয়।
পদ স্থগিত হওয়া দুইজন হলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।
শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, বার বার তাগিদ দেয়া সত্ত্বেও দায়িত্বে থাকার পরও সভাপতি ও সম্পাদক চলমান রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই দলীয়ভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com