চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব নরহ গ্রামে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ আরোহী মারা যান। মঙ্গলবার রাত একটার দিকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির মোল্লার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই দিন মধ্য রাতে হাসনাবাদ চিতোষী সড়কে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার একটি পুকুরে পড়ে যায়। গভীর রাতে গাড়ির দুর্ঘটনার দৃশ্যটি একজন মোটরসাইকেল চালক দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এরপর এলাকাবাসীরা এসে তাদের উদ্ধার কাজে সহায়তা করে।
এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহগুলো পুলিশ তল্লাশি চালিয়ে তাদের পকেটে থাকা পরিচয় পত্র এবং মুঠোফোনের মাধ্যমে তাদের শনাক্ত করে।
নিহতরা হলেন- গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার রামদেবপু গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আঃ খালেকের ছেলে নয়ন (২৫)।
এ ঘটনায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ছুটে এসে মৃতদেহ উদ্ধার করি। প্রাইভেটকারে থাকা ৫ জনই মারা গেছেন। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে যায়।