চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের নয়া কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক রিয়াজ ফেরদৌস সহ কার্যকরী কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়শনের নেতৃবৃন্দ।
কচুয়া উপজেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি জিসান আহমেদ নান্নু,সাধারন সম্পাদক জামাল হোসেন সহ সদস্যবৃন্দ চাঁদপুর প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃত্বে মিডিয়ার মাধ্যমে চাঁদপুরের পরিচিতি দেশব্যাপী তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।