চাকরি দেওয়ার নামে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মেয়েকে পল্লীবিদ্যুৎ অফিসে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে মায়ের কাছে থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন বাগমারার হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দুলাল হোসেন। এই ঘটনায় ভবানীগঞ্জ পৌরসভার দর্গামাড়িয়া মহল্লার আবুল কালামের স্ত্রী হাজেরা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অফিসে বিলিং সহকারি পদে কিছু সংখ্যক লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দুলাল হোসেন ওই বিজ্ঞপ্তির কপি নিয়ে হাজেরা বেগমের বাড়িতে যান। পল্লী বিদ্যুৎ অফিসের একজন এজিএম তার আত্মীয় রয়েছেন বলে তিনি হাজেরা বেগমকে জানান। তার মাধ্যমে হাজেরা বেগমের মেয়ে শাবনুর আক্তার নুপুরকে বিলিং সহকারি পদে নিয়োগ পাইয়ের দেওয়ার প্রলোভন দিয়ে দুলাল হোসেন সম্প্রতি হাজেরা বেগমের কাছে থেকে পাঁচ লাখ টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই দুলাল হোসেন যোগাযোগ বন্ধ করে দেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত দুলাল হোসেন বলেন, হাজেরা বেগমের মেয়ের বিয়ের জন্য তিনি তার বাড়িতে ঘটক হিসাবে গিয়ে ছিলেন। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে।
ih