নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার হান্দলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের আফজাল শেখের ছেলে বাবুল শেখ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুল শেখের চাচাতো ভাই রিপন ও তার লোকজন বাবুলের জমিতে থাকা তালগাছ কাটতে যায়। এ সময় খবর পেয়ে বাবুল ঘটনাস্থলে যায়। পরে গাছ কাটাকে কেন্দ্রে করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপনের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ‘গাছি দা’ আঘাত করে বাবুলকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত আছে।
এফআর/অননিউজ