কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,শিক্ষকবৃন্দ,সুধীজন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া।এর আগে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান চান্দিনায় পৌঁছলে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের কর্মীরা।
মতবিনিময় সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শহীদদের প্রতি শ্রদ্ধাজানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে কালো ব্যাজ বিতরণ ও ধারণ করা হয়।সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মুন্সী,ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার,জেলা পরিষদ সদস্য মো. বজলুর রহমান,চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মো. মুজিবুর রহমান,নাজনীন আক্তার, জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল আউয়াল খাঁন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো.মহিউদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব মো. মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, চান্দিনা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক আইচ, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ,বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আবদুল হাই, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসারুজ্জামান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান,গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন,বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরে আলম,বাতাঘাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাদেক হোসেন,কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবীব ভূঁইয়া,এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার,শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর ছিদ্দিক,পৌরসভা সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আরিফুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কানিজ আফরোজ,উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস প্রমুখ।
এসকেডি/অননিউজ