ময়মনসিংহের নান্দাইলের চরশ্রীরামপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যাক্তি অটোরিকসা চালক মনির হোসেন। সে নান্দাইল পৌরশহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন -জেলার ত্রিশালের নাজমুল হাসান ডিপজল ও মোশারফ হোসেন। তাদেরকে সোমবার রাতে গাজীপুরের জৈনা বাজার থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি বিকেলে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী বেশে মনিরের অটোরিকসা ভাড়া করে আসামীরা। চরশ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে মনিরকে গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে অটোরিকসা নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনার দুইদিন পর নিহতের ছেলে নাজিমউদ্দিন নান্দাইল মডেল থানায় অজ্ঞাত নামাদের নামে একটি মামলা দায়ের করে। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।