চালকলের বিষাক্ত বর্জ্যে বিষিয়ে উঠেছে কুষ্টিয়ার কবুরহাটের পরিবেশ। বাড়ি-ঘরসহ ফসলি জমিতে বর্জ্য ছড়িয়ে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। সংশ্লিষ্টদের কাছে বার বার ধর্না দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
অটোরাইস মিলের কেমিকেল মিশ্রিত বিষাক্ত পানিতে থৈ থৈ বাড়ির আঙিনা। পচা দুর্গন্ধযুক্ত এই পানি ঢুকে পড়ছে ফসলি জমিতেও। জীবন দুর্বিষহ কুষ্টিয়া শহরতলীর কবুরহাট স্কুলপাড়ার বেশ কিছু পরিবারের।
বিষাক্ত এ বর্জ্য ছড়াচ্ছে চাল উৎপাদনকারী কয়েকটি কারখানা। ভুক্তভোগীরা বলছেন, শিশুসহ বয়স্কদের মাঝে নানা রোগ ছড়িয়ে পড়ছে এ কারণে।
শান্ত/অননিউজ