বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালা পরলোক গমণ করেছেন। বার্ধক্য ও অসুস্থ্যতাজণিত কারনে আজ বিকাল পৌনে তিনটার দিকে মারা
যান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু জানান, বিকাল পৌনে তিনটার দিকে নিহারবালা বার্ধক্য ও অসুস্থ্যতাজণিত কারনে
গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহারবালা জীবিতকালেই তার দুটি দুটি মেয়ে মারা
যান। তিনি নাতী নয়ন বৈদ্য’র কাছে বসবাস করতেন।
নিহার বালা ছিলেন চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা। চির কুমার এসএম সুলতানকে মৃত্যুর আগ পর্যন্ত দেখাশোনা করেছেন। সুলতান কমপ্লেক্সের পাশেই
নিহারবালাকে বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেয়া হয়। রাতে নিহার বালার ভাই, চিত্রশিল্পী দুলাল সাহার পাশেই তাকে সমাহিত করা হবে।