চিত্রা নদীতে আগামী ১৪ অক্টোবর এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের চিত্রা নদীতে আগামী ১৪অক্টোবর আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ‘এসএম সুলতান’ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রাংয় ২০টি নৌকা অংশগ্রহণ করবে।

বুধবার (১৩সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শততম জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নড়াইল শহরের শেখ রাসেল সেতু এলাকা থেকে নৌকা ছেড়ে যাবে। প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে মাছিমদিয়া এলাকায় এমসুলতান সেতুতে গিয়ে শেষ হবে। নৌকা বাইচকে আকর্ষণীয় করতে এবারও থাকবে নানা আয়োজন। তবে মহিলা নৌকা বাইচ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেননি আয়োজক কমিটি। তবে আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করবেন।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, সংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ