চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ মাঠ থেকে রাজাই ওরফে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত রাজ্জাক ওরফে রাজাই সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত বেছের আলীর ছেলে। তিনি কবিরাজি পেশায় যুক্ত ছিলেন। এছাড়াও তিনি চাষাবাদ করতেন। নিহত রাজ্জাকের দুই ছেলে মালেয়শিয়া প্রবাসী। তাকে কে বা কারা কেন হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। হত্যার সাথে জড়িতদের ব্যাপারে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24