চুয়াডাঙ্গায় তীব্র শীত অব্যাহত রয়েছে। তাপমাত্রা নেমে এসেছে ১২.০ ডিগ্রি সেলসিয়াসে। সকালে থাকছে ঘন কুয়াশা। বেলা বাড়লে রোদের দেখা মিলছে কিন্তু শীত থাকছে সারাদিনই। শীতে নিম্নআয়ের মানুষদের বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধ্যানে তাদের শীত উপেক্ষা করে ঘরের বাইরে আসতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয় ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরো কিছুদিন থাকতে পারে। এতে আজ বাতাসের আদ্রতা আছে ৮৬%। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনে দিন থেকে তাপমাত্রা নিচে নামবে বলে জানান জেলার আবহাওয়া অফিস। ফলে শীতের তীব্রতা আরও বাড়বে।