চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আয়ান (১২) আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শিশু আয়ন চুল কেটে বাড়ি যাবার পথে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। শিশু আয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিফ্লব কুমার নাথ।
ফরহাদ/অননিউজ