কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহে শাপলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর ৩য় তলায় চেতনায় কুষ্টিয়া পত্রিকার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন । এসময় মামুন আল ফারুক কে চেতনায় কুষ্টিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কার্ড তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, বিজেএম ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ, রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক এ এইচ রাশেদুল আলম, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক এস এম গোলাম ফিরোজ, মাসুদ হাসান, মামুন আল ফারুক প্রমুখ। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ