চেন্নাইয়ে কবে যোগ দেবেন মোস্তাফিজ

অনলাইন ডেস্ক।।

দলের সেরা দুই তারকাকে ছাড়া নিজেদের সবশেষ ম্যাচে বেশ ছন্নছাড়া পারফরম্যান্স করেছে চেন্নাই সুপার কিংস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া শেষ করতে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে চোটের কারণে একাদশের বাইরে মাথিশা পাথিরানা। এই দুই পেসারকে হারিয়ে ডেথ ওভারে দিশেহারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাত্তাই পায়নি রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটি।

এদিকে সোমবার (৮ এপ্রিল) নিজেদের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এর আগে, রোববার চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে দ্য ফিজের। তবে পরদিন বাংলাদেশি এই পেসারকে খেলানো হবে কি না, তা চেন্নাই টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।

অন্যদিকে চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা হওয়ায় একাদশে ফিজের থাকা নিয়ে শঙ্কার কিছু নেই। আর টানা দুই হারে বেশ ব্যাকফুটে চলে গেছে দলটি। তাই ফিজকে দ্রুতই ফিরে পাওয়ার অপেক্ষায় টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং-ও ফিজকে মিস করার বিষয়টি জানিয়েছেন।

ফ্লেমিংয়ের ভাষ্য, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

এফআর/অননিউজ

আরো দেখুনঃ