চোরাকারবারিদের ধরতে গিয়ে তলিয়ে যান বিজিবি সদস্য, ২৪ ঘণ্টা পর মিলল মরদেহ

অনলাইন ডেস্ক।।

সিলেটে নৌকা ডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।অভিযান চলাকালে নৌকা ডুবিতে ২৪ ঘণ্টা পর পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল ৫ টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিখোঁজের ২৪ ঘণ্টা পর সিপাহী মাসুম বিল্লাহের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এর আগে গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় নৌকা ডুবির ঘটনায় বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওইদিন সন্ধ্যা থেকেই ফায়ারসার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়। সবশেষ আজ বিকেল পৌনে ৫ টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজিবি আরো ও জানায় মৃত সিপাহী মাসুম বিল্লাহ জানাজা ইউনিটের ব্যবস্থাপনায় সম্পন্ন করে তার মরদেহ নিজ বাড়ি নেত্রকোনায় পাঠানো হবে।

সূত্র: সময়
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ