পঞ্চগড় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকার মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তড়িয়া উচ্চ-বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সীমান্ত এলাকার মানুষদের নিয়ে সচেতনতামূলক কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি'র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। একই সাথে সীমান্ত হত্যা বন্ধে সীমান্তে বাংলাদেশী নাগরিকদের অবাধে চলাফেরা না করার পরামর্শ প্রদান করেন তিনি।
অপরদিকে নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশী নাগরিক কর্তৃক সংঘটিত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ, সীমান্ত সংক্রান্ত আইন, ধারা ও শাস্তির ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
জনসচেতনতামূলক সভা শেষে স্থানীয় গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেন সেক্টর কমান্ডার।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, তোড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহ, তোড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।