ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬০ লিটার চোলাই মদ সহ দুই আদিবাসী নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের প্রিয়াংকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার ফুটকিবাড়ি সরকার পাড়া (সাওতাল পাড়া) গ্রামের বিশ^নাথ তির্কির মেয়ে বুদিয়া মিঞ্জি ও একই গ্রামের সন্দিব তির্কির স্ত্রী সুমিত্রা মায়া। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক মুকুল চন্দ্র সেন জানান, তারা গোপনে সংবাদ পান
যে, দুই জন নারী চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে ঠাকুরগাাঁও শহরের নিয়ে যাওয়ার জন্য পৌর শহরের প্রিয়াংকা হোটেলের সামনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ থানারএকদল পুলিশ শুক্রবার সকাল ১০ দিকে সেখানে অভিযান চালান। এ সময় গ্রেপ্তার হওয়া ঐ দুই নারীর সাথে থাকা ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন এবং তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। তারা মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চোলাই মদ সহ গ্রেপ্তার হওয়া দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শান্ত/অননিউজ