কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় মোঃ শাহজালাল (২৬) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজালাল উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পদুয়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে এবং উপজেলার মুন্সীরহাট বাজারের শাহজালাল গার্মেন্টস এর মালিক।
স্থানীয় মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী আবুল বাশার বুলু জানান, শাহজালাল এবং অপর এক ব্যবসায়ী ঢাকায় চালানের জন্য শনিবার ভোরে সিএনজি যোগে ষ্টার লাইন কাউন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি নতুন সড়ক হয়ে ষ্টার লাইন কাউন্টারের উদ্দেশ্যে পুরাতন সড়কে আসার সময় চট্রগ্রামগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শাহজালালকে পাশ^বর্তী চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নেয়া হলে কিছুক্ষন পরই সেখানে শাহজালানের মৃত্যু হয়। এসময় অপর ব্যবসায়ী এবং সিএনজি চালক গুরুতর আহত হয়েছে বলে জেনেছি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই গিয়াসউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোর আনুমানিক ৭টায় মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে চট্রগ্রামগামী ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং যান চলাচল দ্রুত স্বাভাবিক করি।