কুমিল্লা প্রতিনিধি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর কবির মজুমদারের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয় পার্টি।
শুক্রবার দুপুরে উপজেলার পাশাকোট দারুছুন্নাত দীনিয়া মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আলী হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, পৌরসভা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতি সভাপতি নজরুল ইসলাম বাবর, জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।