কুমিল্লার চৌদ্দগ্রামের পৌরসভায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে পৌরসভা পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সাংসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নান্টু চন্দ্র দেবনাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, পৌরসভা পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ঝন্টু চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক আশিষ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সমির চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সরকার প্রমুখ।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।