কুমিল্লার চৌদ্দগ্রামে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জণ চক্রবর্তী।
সাধারণ সম্পাদক অনীল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রাণী চক্রবর্তী, চৌদ্দগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ফয়েজ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা আতাউর রহমান মজুমদারসহ চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।