কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে উপজেলার মান্দারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আকবর মজুমদারের পুত্র উপজেলা যুবলীগ নেতা অস্ত্র হাতে ভাইরাল হওয়া মোস্তফা মনিরুজ্জামান জুয়েল কে সভাপতি ও উপজেলার সলাকান্দি গ্রামের বীর গাজী আব্দুল মতিন এর পুত্র প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সভাপতি মোঃ সোলেমান মিয়া ও মহা সচিব শফিকুল ইসলাম সাক্ষরিত একটি প্যাডে এই অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে জুয়েল বলেন আমার প্রিয় নেতা আমার রাজনীতির অভিভাবক বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় নেতার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রতিজ্ঞা করছি আগামী সংসদ নির্বাচনে চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আমার নেতাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে নেতার হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ।