বয়সটা এখন ৪১ পেরিয়ে, সব ধরনের ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন ৩ বছর আগেই। তবে বল মাঠে এখনও ক্রিজে আগুন ঝরান এই বাঁ-হাতি স্পিনার। আর আব্দুর রাজ্জাকের আগুন ঝরানো বোলিং প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ-ই হয়ে উঠে।
টাইগারদের সাবেক এই বাঁ-হাতি স্পিনারের দাপুটে বোলিংয়ে লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া লায়ন্স।
তবে শুধু ফাইনালেই না, আসরে যে কয়েকটা ম্যাচ খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের এই নির্বাচক, সব কয়টি ম্যাচেই মিতব্যয়ী বোলিং করেছেন তিনি। আর ফাইনালেও এই কিপটে বোলিং নৈপুণ্য বজায় রেখেছেন বাংলাদেশের সাবেক এই স্পিনার। তার ঘূর্ণিতেই ওয়ার্ল্ড জায়ান্টস দলকে অল্প রানে আটকে দেয় এশিয়া লায়ন্স। আর ব্যাটারদের দায়িত্বশীলতায় ৭ উইকেটের জয় তুলে নিয়েছে রাজ্জাকের দল।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়ার্ল্ড জায়ান্টস। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৩ বল বাকি থাকতেই ১৬ দশমিক ১ ওভারে ৭ উইকেটের জয় ছিনিয়ে নেয় এশিয়ান লায়ন্স।
জায়ান্টসের হয়ে মর্নি ভ্যান উইক ও লেন্ডসল সিমন্স ওপেনিংয়ে নামেন আর এশিয়ার হয়ে শুরুতেই উইকেট তুলে নেওয়ার দায়িত্বে আব্দুর রাজ্জাক। রাজ্জাকের প্রথম ওভার থেকে ওয়ার্ল্ড জায়ান্টসের সংগ্রহ দাঁড়ায় ৩ রান।
ইনিংসের তৃতীয় ওভারে আবারও বোলিংয়ে আসেন টাইগারদের এই নির্বাচক। এবার তার ঘূর্ণিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মর্নি ভ্যান উইক। ৭ বল খেলেও শূন্য হাতে মাঠ ছাড়েন জায়ান্টসের এই ওপেনার। ৯ রানে প্রথম উইকেট হারায় দলটি।
তিনে ব্যাটিংয়ে আসেন সাবেক অজি ওপেনার শেন ওয়াটসন। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান রাজ্জাক। রানের খাতা না খুলেই ফিরে যান ওয়াটসনও।
৯ রানে ২ উইকেটে ধুঁকতে থাকা জায়ান্টসের বিপক্ষে আবারও ইনিংসের নবম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন রাজ্জাক। ৯ ওভার শেষে জায়ান্টসের দলীয় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৪৪ রান। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন রাজ্জাক।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ওয়ার্ল্ড জায়ান্টস। জায়ান্টসের হয়ে ৫ চার ও ৩ ছক্কায় ৭৮ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন জ্যাক ক্যালিস। আর ৩৩ বলে ৩২ রান করেন রস টেলর।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন রাজ্জাক। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন উপল থারাঙ্গা। ৬ ম্যাচে তিন হাফসেঞ্চুরিসহ ব্যাট হাতে ২২১ রান করেছেন এই লঙ্কান।
ফরহাদ/অননিউজ