চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তানজিন তিশা, প্রমাণ করতে পারলে দিবেন ২৫ লাখ টাকা

অনলাইন ডেস্ক।।

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি সেখানে এক টকশোতে অংশ নিয়ে জানান, তিনি ভবিষ্যতে মা হতে চান। তার এই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এই বক্তব্যের পরপরই সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিশার সন্তানের দাবি করে তিনটি ছবি প্রকাশ করেন এবং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। নির্ঝর দাবি করেন, ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের সময়ের এবং এতে তার সন্তানের ছবি রয়েছে। তিনি বলেন, “সেলিব্রেটি হওয়ার পরও কেউ কি নিজের গর্ভজাত সন্তানকে অস্বীকার করতে পারে?”

নির্ঝর আরও দাবি করেন, তানজিন তিশার একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে, যে বর্তমানে ঢাকায় দাদির সঙ্গে বসবাস করছে।

এই অভিযোগের জবাবে তানজিন তিশা নিজের সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট দেন। তিনি লিখেন,

“অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি নিয়ে আমার লুকিয়ে রাখা সন্তান বলে মিথ্যা প্রচার চালাচ্ছে—তাদের বলছি, এখন পর্যন্ত আমার যত ‘লুকিয়ে রাখা’ বাচ্চাকাচ্চা আছে, সেগুলো আমার কাছে পৌঁছে দিতে পারলে ২০,০০০ ডলার (প্রায় ২৫ লাখ টাকা) পুরস্কার দেওয়া হবে। আর প্রমাণ না দিতে পারলে নিজেই নিজেকে শাস্তি দাও—‘নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’”

তানজিন তিশা অতীতেও বিয়ে, প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে এবার তিনি স্পষ্টভাবে এসব গুজব ও ভিত্তিহীন দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪

আরো দেখুনঃ