তিনি শক্তিমান অভিনয়শিল্পী ও আবৃত্তিকার গোলাম মুস্তাফা এবং রেডিওর অনুষ্ঠান প্রযোজক ও লেখক হোসনে আরা মুস্তাফার কন্যা।
তিনি সুবর্ণা মুস্তাফা। নানির বাড়ি ঢাকার সেন্ট্রাল রোডে তোলা হয়েছিল ছবিটি। সেন্ট্রাল রোডের ভূতের গলির রূপায়ণ নামে ছিল সেই বাড়ি। সুবর্ণা জানান, বাড়িটি সে সময় অনেকের কাছে ভূতের বাড়ি হিসেবে পরিচিত ছিল। অনেক বড় এই বাড়ির সামনে ছিল বড় একটি বাগান। একটি হিন্দু পরিবার থেকে বাড়িটি কেনা হয়েছিল। সেই বাড়ির সামনে তোলা ছবিতে ছোট্ট সুবর্ণা মুস্তাফা
মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু। আশির দশকে যাত্রা শুরু টেলিভিশন নাটকে। অভিনয় করেছেন চলচ্চিত্রে। সাংস্কৃতিক পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা মানুষটি আপাদমস্তক সংস্কৃতির মানুষ হয়েই আছেন। সংস্কৃতি অঙ্গনের নানা সংকট নিয়ে কাজ করে চলছেন তিনি। অভিনয় অঙ্গনের অগ্রজ, অনুজ সবার কাছে তিনি প্রিয় একটি নাম। সংস্কৃতিকর্মী পরিচয়ের বাইরে তিনি এখন একজন সংসদ সদস্য। তিনি সবার প্রিয় অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। আজ তাঁর জন্মদিন। ১৯৬২ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করা সুবর্ণা আজ তাঁর সহকর্মীদের ভালোবাসায় ভাসছেন।