ছাত্রলীগ, ছাত্রদল কারো কাছেই নারীদের সম্মান নিরাপদ নয়: কুমিল্লা মহানগর শিবির সভাপতি
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে করে কুমিল্লা মহানগর শিবির।
বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা নগরী সালাউদ্দিন মোড় থেকে কান্দিরপাড় লিবার্টি মোড় হয়ে মনোহরপুরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ বলেন,৭৭ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছত্রশিবির অগ্রণী ভূমিকা রেখেছে। ২৪ শে জুলাই পরবর্তী সময় থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র-বান্ধব কর্মসূচি সহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে। তখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুকতে শুরু করে।অপরদিকে ছাত্রদলকে প্রত্যাখ্যান করতে শুরু করে।তাদের নিজস্ব কোন মূলনীতি না থাকায় তারা অব্যাহতভাবে শিবিরের উপর দায়চাপানোর রাজনীতি করছে। জুলাই পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহ অবস্থান প্রত্যাশা করলেও ছাত্রদলের ভাইয়েরা ধর্ষণের প্রতিযোগিতায় নেমেছে , এ পর্যন্ত তাদের ৩০ টি ধর্ষণের দায়ে ২০ জনের অধিক গ্রেফতার হয়েছে। তাদের এই ধর্ষণের দায় ইসলামী ছাত্রশিবিরের উপর চাপিয়ে দিতে চায়। যেমনটি করা হতো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রদলের ভাইদের আহবান করে বলে দিতে চাই আপনারা ফিরে আসুন, আপনারা ছাত্রদের কল্যাণে কাজ করুন। দেশের জন্য কাজ করুন। একটি ছাত্র সংগঠনের কত অধঃপতন হলে তারা ভাড়া করে লোক এনে তাদেরকে শিবিরের বিরুদ্ধে বলার জন্য বক্তব্য শিখিয়ে দেওয়া হয়। তাদের নারী নেত্রীরা নিজেরাই স্বীকার করেছে ছাত্রদল নারী নির্যাতনের সাথে জড়িত। সাধারণ ছাত্রীদের উদ্দেশ্য করে শিবির সভাপতি বলেন বোনেরা আপনাদেরকে ছাত্রলীগ ও সম্মান দিতে পারেনি ছাত্রদলের সম্মান দিতে পারেনি, এই সম্মান দিতে পেরেছে এবং পারবে ইসলামী ছাত্রশিবির।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি, হাফেজ মাজহারুল ইসলাম বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ছাত্রদলের ভাইয়েরা ও বাম সংগঠনগুলো ডাকসু বানচালের চেষ্টা করছে, তাদের নিজস্ব কোন কর্মসূচি না থাকায়।তারা শিবিরের নামে অব্যাহতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি ছাত্রদলের ভাইদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই আপনারা ছাত্র শিবিরের নামে অপবাদ করা থেকে বিরত থাকুন নয়তোবা ছাত্রসমাজ আপনাদেরকে বয়কট করবে।
কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি মহিউদ্দিন রনি বলেন, আমরা ভেবেছি জুলাই পরবর্তীতে শান্তিপূর্ণ রাজনীতি বিরাজ থাকবে কিন্তু-তা নয়, আমরা দেখতেছি ক্যাম্পাস গুলোতে অস্ত্রের ঝঞ্জনানি এবং নারী হেনস্তার ভরপুর হয়ে উঠেছে। ইসলামী ছাত্রশিবিরের উপর অতীতে স্বৈরাচার সরকার যে রকম অপবাদের রাজনীতি করেছে, বর্তমানে সেই পথে হাঁটছে কিছু রাজনৈতিক দল।
এ সময় প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত সহ মহানগরীর নেতৃবৃন্দ।
fi