ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ফেনীর সোনাগাজীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পৌর শহরের জিরোপয়েন্ট (শূন্য রেখা) থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হন। এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সদস্য সচিব নুর আলম সোহাগ, সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস, যুগ্মআহবায়ক সাহাব উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রিংকু, মো. আরিফ ও মো. রুমন প্রমূখ।
একে/অননিউজ24