ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
অনলাইন ডেস্ক।।
দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গীবেচা ব্রিজ এলাকায় স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ এপ্রিল) দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস এই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গবড়াপাড়ার শাহজাহান আলীর ছেলে রহিদুল ইসলাম সাগর (২২)। তিনি ফুলবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস জানান, সাগর প্রতিনিয়ত বাঙ্গীবেচা ব্রিজ এলাকায় চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন। শনিবার সকালে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে জাতীয় সেবা ৯৯৯-এ অভিযোগ করেন স্কুলছাত্রীর স্বজনেরা। সাগরকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ফরহাদ/অননিউজ