ছাত্র-জনতার আন্দোলনে হামলা বাগমারায় আ.লীগ নেতা সোবহান গ্রেফতার

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ।।

বাগমারায় ছাত্র-জনতার কোঠা আন্দোলনে হামলার ঘটনায় মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহানকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজশাহী মহানগর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে বাগমারা থানায় সোপর্দ করে। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার কোঠা আন্দোলনে বাগমারার সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে তার একান্ত সহযোগী গ্রেফতার আব্দুস সোবহান রামরামা গ্রামের ব্যবসায়ী শিমুল আলী খাঁকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার শশীরে তিনটি গুলি করে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় রাজশাহী- ৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও আব্দুস সোবহানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে ওই ব্যবসায়ী বাদি হয়ে থানায় মামলা করেন।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ