ছাত্র- জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
বুধবার (১৪আগস্ট) সকালে উদ্যোগে নগরীর টাউন হল মাঠে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপিসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা। সবার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর, মহানগর বিএনপির আহ্বায়ক উতবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, আমিরুজ্জামান আমির, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমপ্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যারাই নিহত হয়েছেন, তার দায় নিতে হবে শেখ হাসিনাকে। তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান বক্তারা।
একে/অননিউজ২৪