কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে মো. রাব্বি মিয়াকে (২৩) হত্যাচেষ্টার অভিযোগে বাবা দানেশ মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ। রোববার (২৮ মে) সকালে উপজেলার কোট শোলাকিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত মো. রাব্বি মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক দানেশ মিয়া কোটশোলাকিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কুঁড়েরপাড় এলাকায়।
প্রতিবেশী মো. ইউনুস মিয়া জানান, দানেশ মাদকাসক্ত। তিনি একাধিক বিয়ে করেছেন। সাত মাস আগে তার ছেলে রাব্বিও বিয়ে করেছেন। সে ছেলের বউকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করেছে। এ নিয়ে বেশ কয়েকবার হাতাহাতি হয়েছে। মাদকের টাকার জন্য ছেলে রাব্বিকে চাপ দেয়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাকু দিয়ে ছেলের গলায় আঘাত করেন। স্থানীয়রা দানেশকে আটক করে পুলিশে দিয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দানেশ মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এফআর/অননিউজ