ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মনের দাবিতে জামায়াতে ইসলামির মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে সোনাগাজী উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (৪ মে) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
পৌর জামায়াতের সেক্রেটারি মহসিন ভুঞার পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, পৌর জামায়াতের আমির মাও. কালিম উল্যাহ, নবাবপুর ইউনিয়ন জামায়াতে আমির জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, চর চান্দিয়া জামায়াতের আমির মজিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রফিক উদ্দিন নোবেল, চর মজলিশপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মাও. মো. হানিফ, চরদরবেশ ইউনিয়নের জামায়াতের আমির মাও. মো. হোসাইন ও গোলাম কিবরিয়া প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের নিকট নেতারা স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য;, ২০২৪ সালের ২৬ জুন ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানির প্রবল চাপে মুছাপুর রেগুলেটরটি নদীতে বিলীণ হয়ে যায়। এতে ফেনী জেলার সোনাগাজী, দাগনভুঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষের ঘর-বাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, পুল কালভার্ট ভাঙনের কবলে পড়ে নদীতে হারিয়ে যায়।
এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী ,সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর , নবাবপুর ও দাগনভূঞা উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তির্ণ জনপদ অব্যাহত নদীতে ভাঙছে।