নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায়, কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সৌজন্যে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের আয়োজনে, ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম গতকাল শনিবার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যন, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মেহেরুন্নেছা বাহার।
চিকিৎসাসেবা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ মাখন লাল পাল সহ ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বার সহ আরো অনেকে ।
উল্লেখ্য যে, উক্ত ইউনিয়ন থেকে প্রায় ৫ শত বিভিন্ন ধরনের রোগী অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেছেন।
এফআর/অননিউজ