জনতার এমপি মোস্তাফিজুর রহমানের সাথে সাপাহার উপজেলা বিএনপি’র শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
জনি আহমেদ, নিয়ামতপুর নওগাঁ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের প্রার্থী ও সর্বজনপ্রিয় নেতা জনতার এমপি ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সাথে সাপাহার উপজেলা বিএনপি নেতৃবৃন্দের এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় নিয়ামতপুর উপজেলার গাবতলী বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইছাহাক আলী সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোস্তাফিজুর রহমান এবং
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম, রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হকসহ নিয়ামতপুর,পোরশা ও সাপাহার উপজেলা বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান বক্তা তরিকুল ইসলাম বলেন,জনতার এমপি মোস্তাফিজুর রহমান হচ্ছেন জনগণের আস্থার প্রতীক, গণতন্ত্রের রক্ষক এবং নওগাঁ-১ আসনের উন্নয়নের অগ্রদূত।”
তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার ফিরিয়ে আনবে এবং দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেবে। আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমানের পক্ষে সর্বাত্মক সমর্থন প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।