জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইবি)।
বৃহষ্পতিবার ১০ ফেব্রুয়ারি সকাল দশটার সময় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড নীলফামারী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, পাউবো সৈয়দপুর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ, এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হান্নান প্রধান সহ অন্যান্য প্রকৌশলীরা।