জন্মগত হৃদরোগে আক্রান্ত ১১ মাসের বাঁধন, প্রয়োজন ৪ লাখ টাকা চিকিৎসার জন্য
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মধ্য গুয়াগাঁও মাছুয়াপাড়া গ্রামের ১১ মাস বয়সী শিশু মো. বাঁধন জন্মের পর থেকেই ভয়াবহ শারীরিক জটিলতায় ভুগছে। জন্মের তিন মাস পর তার শারীরিক সমস্যা চোখে পড়লে বাবা-মা চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, বাঁধনের জন্মগত হৃদরোগ রয়েছে—হার্টে ফুটো ধরা পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির দ্রুত অস্ত্রোপচার ছাড়া জীবন রক্ষা করা সম্ভব নয়। বর্তমানে ঢাকার হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন।
কিন্তু বাঁধনের বাবা মোহাম্মদ সুমন পেশায় একজন মাছ বিক্রেতা। সামান্য আয়ে এত বিপুল অর্থ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মা আক্তার বানু ও দাদী মোছা. আমিনা সন্তানের জীবন বাঁচাতে সহৃদয় মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন জানাচ্ছেন।
যারা এই শিশুটির চিকিৎসায় পাশে দাঁড়াতে চান, তারা নিচের বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন:
বিকাশ নম্বর: ০১৭৭৩৯০১৩৯২ (দাদীর নাম্বার)
jn