 
     জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো: লালচান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী হাফিজ আল সাইয়ুম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো: লালচান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী হাফিজ আল সাইয়ুম। 
বৃহস্পতিবার (৩০ মে) সংগঠনটির উপাদেষ্টামন্ডলীর সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতির বক্তব্যে লালচান বলেন, 'পঞ্চগড়' শব্দটা একটা আবেগের নাম। এই শব্দে আমি মা ও মাটির গন্ধ পাই। অশেষ কৃতজ্ঞতা,ধন্যবাদ ও ভালবাসা জ্ঞাপন করছি সকলের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন,যারা মনে করেছেন আমি এই পদের যোগ্য।দোয়া করবেন যেন আমি আমার শ্রম,মেধা ও সাংগঠনিক বিচক্ষণতা দিয়ে সংগঠনকে সুসংগঠিত ও সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যেতে পারি।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আল সাইয়ুম বলেন, জন্মভূমি পঞ্চগড় সবসময়ই আবেগ ও অনুভূতির ভিন্নরকম এক স্তম্ভ৷ আমাকে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টাবর্গ ও সংশ্লিষ্ট সকলকে। শিক্ষার্থীদের জন্য কল্যাণকর ভিন্ন কিছু করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে আছেন শোভন নেওয়াজ, সহ সভাপতি হিসেবে আছেন আছিয়া খাতুন মেঘলা ও আল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফারহান মাসুদ সোহাগ, আনিকা শার্মিলা সোমা, সাইফুদ্দিন আহমেদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আবু রাহয়ান আল বিরুনী, পাপুন চন্দ্র অধিকারী।
এছাড়া ও কোশাধ্যক্ষ হিসেবে মো: কাজল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক হিসেবে মো: জাফিরুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে ফয়সাল পারবেজকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ, এসময় উক্ত কমিটিকে আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার জন্য বলা হয়।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24