খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা পর্যায়ে ক্রিকেট লীগ শুরু হয়েছে। আজ (১৭ জানুয়ারি) শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ঐতিহাসিক স্টেডিয়ামে ক্রিকেট লীগ উদ্বোধন অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাত।
এসময় উদ্বোধক হিসেবে অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আহসান ইকবাল চৌধুরী।
লীগ পর্যায়ে ৫০ ওভার এ খেলায় ছয়টি দল অংশ গ্রহণ করে এবং উদ্বোধনী ম্যাচে প্রজন্ম ক্লাব বিপরীতে খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি।
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহরিয়ার ইউনুস, আনিসুল আলম চৌধুরী, গনমাধ্যম কর্মী হলাপ্রু মারমাসহ ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।
শুরুতেই সম্প্রীতি নৃত্যের মাধ্যমে খেলা উদ্বোধন হয়
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com