নিজের সম্পদ নষ্ট করে ৪৬ শতক জমি ক্রয় করতে গিয়ে একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ আনিছুর রহমানের কাছে প্রতারিত হয়েছেন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আদানী পাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে মো আব্দুল কাইয়ুম (৪৪) । এ বিষয়ে কোটে মামলা দায়ের করেছেন, মামলা নং সি/আর ১১৩/১৭।
জানা গেছে ৪৬ শতক জমি বিক্রয়ের জন্য ঘোনপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আনিসুর রহমান ৪ লহ্ম ২০ হাজার টাকা বায়না বাবদ গ্রহন করে ও সিকিউরিটির জন্য রূপালী ব্যাংক তারাগঞ্জ শাখার একটি চেকের পাতা প্রদান করে চেক নং s/pI 733507, ২৭/০৭/২০১৬। জমি ও টাকা কোনটিও না পেয়ে ৫ বছর ধরে হয়রানির অভিযোগ তুলেছেন মোঃআব্দুল কায়ুম। অসহায় এই পরিবার টি চরম শংকটের মধ্যে দিন পাড় করছে। আব্দুল কাইয়ুম ও তার পরিবার প্রশাসনের সহয়োগিতা চেয়েছে।
এলাকা বাসী জানায় আনিছুর রহমান এরকম ভাবে জমির টাকা বায়না নেয় আর অন্য জনের কাছে বিক্রি করে, এটা তার পেষা হয়ে গেছে। তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা থাকলেও কি ভাবে আইনের ফাক ফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে বিষয় টি ভাবিয়ে তুলেছে এলাকা বাসীকে।
এছাড়া এলাকায় মাদক ব্যবসায় বড় ধরনের তার বিনিয়োগ রয়েছে বলে জানান এলাকার সুধী জনেরা।
এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার আনিছুর রহমানের সাথে য়োগায়োগ করা হলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com